সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সালাহ’র সেঞ্চুরি, জয়ে ফিরল লিভারপুল
সালাহ’র সেঞ্চুরি, জয়ে ফিরল লিভারপুল
আগের ম্যাচে চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও মোহাম্মদ সালাহ’র গোলে হার এড়িয়েছে লিভারপুল। লিডস ইউনাটেডের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। গড়েছেন দুর্দান্ত এক মাইলফলক। সেই সাথে জয়ে ফিরেছে অল রেডরা।
ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএলে গতকাল রাতে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। বিস্টনের অ্যালান রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লাপের শিষ্যরা।
লিডস ইউনাইটেডকে পাত্তাই দেয়নি লিভারপুল। তাদের করা আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচে কোণঠাসা ছিল স্বাগতিকরা। নিজেদের ভুল এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি ২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরা।
ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান সালাহ। এর মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। এজন্য তার লেগেছে ১৬২ ম্যাচ। এই ফরোয়ার্ডের চেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছেন মাত্র চারজন ফুটবলার। এরা হলেন অ্যালান শিয়ারার ১২৪, হ্যারি কেন ১৪১, সার্জিও আগুয়েরো ১৪৭ এবং থিয়েরি অঁরি ১৬০ ম্যাচ।
৫০ মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় রবার্তো ফিরমিনো। ৬০ মিনিটে পাসকাল স্ট্রাউক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিডস ইউনাইটেড। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিডসের জালে শেষ পেরেক ঠুঁকে দেয় সফরকারীরা। থিয়োগোর কাছ থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন সাদিও মানে।
চার ম্যাচে তিন জয় এবং এক ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ১০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান করছে তারা। লিগে আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে জায়ান্টরা।