শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দগ্ধদের দেখতে আওয়ামী লীগের টিম শেখ হাসিনা বার্নে
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দগ্ধদের দেখতে আওয়ামী লীগের টিম শেখ হাসিনা বার্নে
৩২২ বার পঠিত
রবিবার, ৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দগ্ধদের দেখতে আওয়ামী লীগের টিম শেখ হাসিনা বার্নে

---

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের দেখতে আওয়ামী লীগের একটি টিম শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তারা আহতদের খোঁজ নেন।

পরিদর্শন শেষে রোববার (৫ জুন) দুপুর পৌনে ২টার দিকে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ৮ ফায়ার ফাইটার নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত আনা তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

নানক বলেন, গতকাল মধ্যরাত থেকে এসব রোগীদের চিকিৎসা ও সর্বোচ্চ খোঁজ রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আহত আছেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সার্বক্ষণিক চট্টগ্রাম ও ঢাকায় খোঁজখবর রাখছি।

তিনি আরও বলেন, চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলের নেতৃত্বে একটি টিম ওখানে কাজ করছে। তারা সার্বক্ষণিক খোঁজ রাখছেন। চট্টগ্রাম ছাত্রলীগ নেতাকর্মীদের রক্তদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে। শেখ হাসিনা বার্নে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এখানেও রক্তদানের প্রস্তুতি নিয়েছে। আহত ফায়ার কর্মীদের শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হবে।

নানক বলেন, শেখ হাসিনা বার্নের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম আগামীকাল (সোমবার) চট্টগ্রাম যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, শেখ হাসিনা বার্নের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা।



আর্কাইভ