ইতিহাসের এই দিনে
আজ ০৪ জুন ২০২২, শনিবার। ইতিহাসে এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় ।
ঘটনাবলি:
৮৬২ - আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।
১৮৩০ - ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
১৮৪৫ - মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।
১৮৫৯ - মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।
১৮৭৬ - তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।
১৯৪২ - প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
১৯৪৩ - আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।
১৯৪৬ - জুয়ান ফেরোন আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৫ - ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপন হয়।
১৯৭০ - প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
১৯৮৯ - আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।
১৯৬১ - জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।
১৯৭৫ - অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জন্ম। তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দু’বার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হন। বিশ্বব্যাপী মানবতার প্রচার ও শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
১৯৭৬ - টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।
১৯৮৫ - লুকাস পোডোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - বেন স্টোকস, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু:
১৯৩১ - ইবন আলি হুসেইন, আরব নেতা ও হেজাজের বাদশাহ।
১৯৪১ - দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।
১৯৭১ - গোর্গি লুকাস, হাঙ্গেরিয়ান দার্শনিক।
১৯৮৯ - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।
২০২০ - বাসু চ্যাটার্জী, বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার।
২০২০ - বৈদ্যনাথ বসাক, উত্তম কুমারের প্রিয় চিত্রগ্রাহক। আজ ০৪ জুন ২০২২, শনিবার। ইতিহাসে এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় ।
ঘটনাবলি:
৮৬২ - আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।
১৮৩০ - ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
১৮৪৫ - মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।
১৮৫৯ - মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।
১৮৭৬ - তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।
১৯৪২ - প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
১৯৪৩ - আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।
১৯৪৬ - জুয়ান ফেরোন আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৫ - ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপন হয়।
১৯৭০ - প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
১৯৮৯ - আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।
১৯৬১ - জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।
১৯৭৫ - অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জন্ম। তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দু’বার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হন। বিশ্বব্যাপী মানবতার প্রচার ও শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।
১৯৭৬ - টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।
১৯৮৫ - লুকাস পোডোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - বেন স্টোকস, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু:
১৯৩১ - ইবন আলি হুসেইন, আরব নেতা ও হেজাজের বাদশাহ।
১৯৪১ - দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।
১৯৭১ - গোর্গি লুকাস, হাঙ্গেরিয়ান দার্শনিক।
১৯৮৯ - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।
২০২০ - বাসু চ্যাটার্জী, বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার।
২০২০ - বৈদ্যনাথ বসাক, উত্তম কুমারের প্রিয় চিত্রগ্রাহক।