রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নেত্রীর কাছে আরেকবার মনোনয়ন চাইবো - আনোয়ার হোসেন
নেত্রীর কাছে আরেকবার মনোনয়ন চাইবো - আনোয়ার হোসেন
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘আজ সারা বাংলাদেশে একেকজন দুইবার, তিনবার এমপি জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। আমি জানি না, আমি আবার জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারব কি না? আমি আমার নেত্রী শেখ হাসিনার কাছে আরেকবার মনোনয়ন চাইবো। আগামীতে আমাকে আরেক ধাপে জেলা পরিষদের চেয়ারম্যান মনোয়ন দেন। আমি নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।’
রবিবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর জেলা পরিষদের অর্থায়নে পশ্চিম দেওভোগ নাগবাড়ীর শেরে বাংলা একাডেমীর দ্বিতল ভবনের উদ্বোধন কালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘কেউ বার বার জনপ্রতিনিধি হতে চায়, আর আরেকজন আরেকবার জনপ্রতিনিধি হতে গেলে সে জায়গা বাধা দেয়। আমি ষড়যন্ত্র বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মহান রাব্বুল আল আমিনকে আর মাননীয় শেখ হাসিনাকে। তিনি যাকে মনোয়ন দিবেন তার পক্ষে আমি কাজ করবো। এর পাশাপাশি আমি আমার নেত্রীর কাছে বলব, আরেকবার আমাকে সুযোগ দেয়ার জন্য।’
আনোয়ার হোসেন বলেন, ‘ছোট থেকে মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা ছিল। বঙ্গবন্ধু আদর্শ নিয়ে ছাত্রলীগ থেকে আজ জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে মানুষের কল্যাণ করতে পারছি। রাজনীতিতে অনেক সুযোগ সুবিধা আসছিল কিন্তু সেই সুযোগ না নিয়ে মানুষের জন্য রাজনীতি করেছি। মুসলমানদের জন্য মসজিদ মাদ্রাসা, হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির-আশ্রমসহ উন্নয়নমূলক কাজ করেছি, করে যাচ্ছি। মানুষের কল্যাণে কাজ করে মরে গেলেও মানুষ যেন আমার জন্য দোয়া করে।’
শেরে বাংলা একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাচ্চু’র সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, দেলোয়ার হোসেন চুন্নু, এড. জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, সমাজসেবক আব্দুর গফুর প্রমুখ।
উল্লেখ্য শেরে বাংলা একাডেমীর দ্বিতল ভবনের ৭টি শ্রেণীকক্ষ, ২টি সিড়ি, ১টি অযু খানা, ৬টি টয়লেঠ রয়েছে। ভবনটি নির্মাণ করতে প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে করা হয়।