রবিবার, ২৯ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত
জেলার উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের সঙ্গে একটি বাসের ধাক্কা লেগে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বাসস’কে জানান, যমুনা লাইনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে বাসটি উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দু’টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি দুমড়েমুচরে গেছে। গাড়ির কিছু অংশ কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসক ডা. প্রণব রায় জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জনের চিকিৎসা চলছে। বাকিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।