শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৯ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » আবারও শুরু হচ্ছে বন্ধন রেল
প্রথম পাতা » আন্তর্জাতিক | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » আবারও শুরু হচ্ছে বন্ধন রেল
৩৪০ বার পঠিত
রবিবার, ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও শুরু হচ্ছে বন্ধন রেল

---

করোনাভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারো বাংলাদেশ-ভারতের মধ্যে খুলনা-বেনাপোল- কলকাতা রুটে যাত্রীবাহী বন্ধন রেল চলাচল শুরু হতে যাচ্ছে।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৯ মে) সকালে ৪৫৬ আসনের বন্ধন রেলটি সকাল ৭ টা ১০ মিনিটে কলকাতা থেকে যাত্রী নিয়ে সকাল ৯ টা ৪৫ মিনিটে বেনাপোল ষ্টেশনে পৌঁছাবে।

পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সকাল ১০ টা ৪৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা দিয়ে পৌঁছাবে ১২টা ৩০ মিনিটে। খুলনা থেকে আবার যাত্রী নিয়ে দুপুর দেড়টায় রওনা দিয়ে বেনাপোল পৌঁছাবে বিকাল ৩ টা ১৫ মিনিটে। পরে বেনাপোলে রেলওয়ে ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪ টা ১৫ মিনিটে রওনা দিয়ে কলকাতা পৌঁছাবে সন্ধ্যা ৬ টা১০ মিনিটে।

এসিতে খুলনা থেকে কলকাতা ভ্রমণ করাসহ প্রত্যেক যাত্রীর ভাড়া ১ হাজার ৫৩৫ টাকা। আর কেবিনে ভাড়া নির্ধারণ হয়েছে ২ হাজার ৫৭ টাকা। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে তা নির্ধারিত হবে পাসপোর্ট অনুযায়ী। খুলনা,যশোর ও বেনাপোল ষ্টেশনে যাত্রীদের উঠা-নামা করার সুযোগ থাকবে।

বেনাপোল রেলস্টেশন ইমিগ্রেশন ওসি মো: রাজু জানান,যাত্রীদের পাসপোর্ট আনুষ্ঠানিকতা সম্পূর্ণের জন্য ইতিমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। পাসপোর্ট যাত্রী খুলনার অনিমেশ বলেন,বন্ধন রেল চালুতে তারা সড়ক পথের দূর্ভোগ থেকে মুক্তি পাবে। ৮ ঘণ্টার রাস্তা তারা মাত্র সাড়ে ৪ ঘণ্টায় পৌঁছাতে পারবেন।

পাসপোর্ট যাত্রী যশোরের উত্তম জানান, যশোর থেকে ভ্রমন কর সহ সাড়ে ৭ টাকা খরচ হয় সড়ক পথে কলকাতা যেতে। এক্ষেত্রে বন্ধন রেলে ১ হাজার ৫৩৫ টাকা বেশি হয়ে যায়। যাত্রী সেবায় ভাড়া কমানোর দাবি তার।

রেলের সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ কমে আসায় যাত্রীরা দাবি তোলেন বন্ধন রেল চালুর। এতে দুই দেশের মধ্যে ট্রেন চালুর জন্য বাংলাদেশ থেকে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর খুলনা-কলকাতা পথে ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচলের সূচনা হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে একদিন করে চালু হলেও পরে বাড়ানো হয় উভয় ট্রেনের ট্রিপ।



আর্কাইভ