শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » অমর একুশের গানে বেঁচে থাকবেন গাফ্ফার চৌধুরী
অমর একুশের গানে বেঁচে থাকবেন গাফ্ফার চৌধুরী
অমর একুশের গানে আজীবন বেঁচে থাকবেন অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গাফ্ফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন ওবায়দুর কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আজীবন বেঁচে থাকবেন একুশের অমর সেই গানের মাধ্যমে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এই গানের মাঝেই তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনার সঙ্গে আবদুল গাফ্ফার চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’
তিনি বলেন, ‘দুঃসময়ে-সংকটে তিনি পরামর্শ দিয়েছেন। আজকের এই বিশ্বের সংকটে জাতিকে পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমানে আমরা যারা ক্ষমতার মঞ্চে আছি, আমাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সংস্কৃতিতে বিরল অবদান রেছেন আবদুল গাফ্ফার চৌধুরী।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তিনি চলে গেলেন। আমি শেষবারের মতো বলবো, বঙ্গবন্ধুর সঙ্গে গাফ্ফার চৌধুরী নিজের স্বপ্নকে মিশিয়ে দিয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি।’
শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে গার্ড অব অনার দেওয়া হয় তার মরদেহে।
গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
আজ বেলা ১১টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছায়।