শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অবশেষে ভাঙলো ম্যাথুস-চান্দিমাল জুটি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অবশেষে ভাঙলো ম্যাথুস-চান্দিমাল জুটি
২৮৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে ভাঙলো ম্যাথুস-চান্দিমাল জুটি

---

বাংলাদেশের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে আড়াই শতাধিক রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শ্রীলঙ্কার ইনিংসে ঠিক একই কাজটা করলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। তবে তাদের জুটি ১৯৯ রানে গিয়ে থেমেছে। দীর্ঘ অপেক্ষার পর স্বাগতিকদের ব্রেক-থ্রো এনে দিয়েছেন পেসার এবাদত হোসেন।

গতকাল ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ বিকালে ধনঞ্জয় ডি সিলভাবে আউট করেছিলেন সাকিব আল হাসান। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৬। এরপর থেকেই বাংলাদেশি বোলারদের প্রতীক্ষার শুরু। বড় জুটি গড়ে তুলেন দুই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। কোনো উইকেট না হারিয়ে আজ চতুর্থ দিনের প্রথম দুই সেশনও কাটিয়ে দেন তারা। শতক হাঁকান দু’জনই।

অবশেষে বাংলাদেশকে কাঙ্খিত ব্রেক-থ্রো এনে দিয়েছেন এবাদত হোসেন। লঙ্কানদের রান তখন ৪৬৫। এবাদতের বলে শট কাভারে দাঁড়ানো তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেন চান্দিমাল। আউট হওয়ার আগে ১২৪ রান করেছেন তিনি। এর মধ্য দিয়ে ম্যাথুসের সঙ্গে তার ১৯৯ রানের জুটি শেষ হলো। এর তিন ওভার পর আবারও বাংলাদেশ শিবিরে উল্লাস। এবার উইকেটশিকারির ভূমিকায় সাকিব আল হাসান। ৯ রান করা নিরোশান ডিকওয়েলাকে কটবিহাইন্ডের শিকারে পরিণত করেন সাকিব।

এই রিপোর্ট লেখার সময় তৃতীয় সেশনের খেলা চলছে। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৮৭ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৩৮ ও রমেশ মেন্ডিস শূন্য রানে ব্যাট করছেন। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১২২ রানে।



আর্কাইভ