শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন সাকিব
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন সাকিব
২৫৪ বার পঠিত
বুধবার, ২৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন সাকিব

---

লঙ্কান অধিনায়ককেই তুলে নিলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। দিমুথ করুনারত্নেকে বোল্ড করে তৃতীয় দিনের দ্বিতীয় সাফল্য এনে দিলেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান, এখনো বাংলাদেশ থেকে পিছিয়ে আছে ১৯৫ রানে।

দিনের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছিলেন এবাদত হোসেন। লঙ্কান ব্যাটার কাসুন রাজিথাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এবাদত। এরপর থেকেই মন্থর ব্যাটিং করতে থাকে ম্যাথিউস ও অধিনায়ক করুনারত্নে। তবে বেশিক্ষণ টিকল না সেই জুটি। সাকিব লঙ্কান অধিনায়ক ও তাদের সেরা খেলোয়াড়কে তুলে নেন। ১৫৫ বলে করুনারত্নে করেছেন ৮০ রান।

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে ওয়ান ম্যান আর্মি হয়ে ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আশা-যাওয়া দেখেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শুরুতে লিটনের বিদায়ের পরে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ।

ফলে তাকে মাঠ ছাড়তে হয়েছে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে। ৩৫৫ বল মোকাবিলায় ১৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ২১টি চারের মার ছিল। বাংলাদেশের ইনিংস থামে ৩৬৫ রানে।

এদিকে বল হাতে লঙ্কানদের ইনিংসে আলো ছড়িয়েছেন কাসুন রাজিথা ও অসিথা ফার্নান্দো। কাসুন রাজিথা নিয়েছেন ৫ উইকেট, যা তার টেস্ট ইতিহাসে প্রথম। আর অসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট।



আর্কাইভ