বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে টেড্রোস পুনর্নির্বাচিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে টেড্রোস পুনর্নির্বাচিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যরা আরও পাঁচ বছরের জন্য ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে টেড্রোস আধানম ঘেব্রেইসাসকে মহাপরিচালক হিসাবে পুনরায় নির্বাচিত করেছেন।
মঙ্গলবার (২৪ মে) জেনেভায় ৭৫তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের সভাপতি আহমেদ রোবলেহ আবদিলেহ এ ঘোষণা দেন।
প্রধান বার্ষিক সভায় তিনি বলেন, গোপন ব্যালটের মাধ্যমে ভোট টেড্রোসকে পুনর্নির্বাচিত করা হয়েছে। তবে টেড্রোস একমাত্র প্রার্থী হওয়ায় এটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র।
পরে ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী টেড্রোসের সঙ্গে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা পালাক্রমে করমর্দন ও আলিঙ্গন করেন। তিনি কোভিড-১৯ মহামারির অশান্ত সময়ে মধ্য জাতিসংঘের সংস্থাটিকে পরিচালনা করেন।
মঙ্গলবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ টুইট করে বলেন, মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন টেড্রোস। তিনি ১৬০ ভোটের মধ্যে ১৫৫টি পেয়েছেন। যা চমকপ্রদ ফলাফল। অভিনন্দন।
সম্প্রতি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার শীর্ষ দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে জার্মানি।
সূত্র : রয়টার্স