বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মেক্সিকোতে দুটি বারে বন্দুক হামলায় নারীসহ নিহত ১১
মেক্সিকোতে দুটি বারে বন্দুক হামলায় নারীসহ নিহত ১১
উত্তর-মধ্য মেক্সিকোতে দুটি বারে একযোগে বন্ধুকধারীর হামলায় আট নারীসহ ১১ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনাস্থলে হাতের লেখা চিহ্নগুলো থেকে বোঝা যায়, দুটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটে। তারা কয়েক বছর ধরে গুয়ানাজুয়াতো রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে।
সিলায়া শহরের পুলিশ জানায়, সোমবার গভীর রাতে একই সড়কের দুটি বারে হামলার ঘটনা ঘটে।
তারা আরও জানায়, হতাহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য একজনকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীরা ঘটনাস্থলে বার্তা রেখে গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তারা কী বলেছে, তা জানানো হয়নি।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি থেকে বোঝা যায়, খুনিরা সান্তা রোসা ডি লিমা গ্যাংয়ের। বারগুলোর মালিকদের প্রতিদ্বন্দ্বী জালিস্কো গ্রুপকে সমর্থনের জন্য অভিযুক্ত করে বার্তা দেওয়া হয়েছে।
ছবিগুলোতে যে নারীদের পড়ে থাকতে দেখা যায়- তারা বারের কর্মচারী নাকি গ্রাহক, তা স্পষ্ট নয়।
সূত্র : এপি