শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাইডেন যেতেই একসঙ্গে ৩ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাইডেন যেতেই একসঙ্গে ৩ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
৩৩৫ বার পঠিত
বুধবার, ২৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেন যেতেই একসঙ্গে ৩ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

---

উত্তর কোরিয়া বুধবার (২৫ মে) ভোরে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

সিউল জানায়, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার পরপরই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। সফরকালে উত্তর কোরিয়াকে প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন।

তবে পিয়ংইয়ং যে বাইডেনের সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে সে বিষয়ে আগেই সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার তথ্য প্রকাশ করে।

সংস্থাটির বরাত দিয়ে সিউলের এক আইনপ্রণেতা বলেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে উত্তর কোরিয়া। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। আর তা হতে পারে বাইডেনের এশিয়া সফরকালে।

এশিয়া সফরকালে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানান জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ছয় দিনের এশিয়া সফরের দ্বিতীয় দিনে সিউলে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এদিকে জাপানের টোকিওতে বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কোয়াড নিরাপত্তা সম্মেলনের মধ্যেই জাপান সীমান্ত দিয়ে যৌথ মহড়া চালিয়েছে চীন-রাশিয়ার যুদ্ধবিমান। মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কোয়াড সম্মেলন চলাকালে দুই দেশের এমন কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। তিনি জানান, এ ঘটনায় চীন ও রাশিয়ার কাছে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি। কিন্তু গত নভেম্বর মাসের পর জাপান সীমান্তে এটা চীন-রাশিয়ার চতুর্থ যৌথ বিমান মহড়া।

নোবুও কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে। এছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দুটি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, রাশিয়ান একটি গোয়েন্দা বিমান জাপানের হোক্কাইডু দ্বীপের উত্তর দিক থেকে মধ্য জাপানোর নোতো উপদ্বীপে উড়ে গেছে।



আর্কাইভ