সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে অসহায় নরীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
বন্দরে অসহায় নরীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদের ব্যক্তিগত অর্থায়নে ৬০ টি অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাম মেশিন বিতরন করা হয়েছে। সোমবার (২৩ মে) সকালে বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যানের কার্যলয়ে এ সেলাই মেশিন বিতরন করা হয়।
সেলাই মেশিন বিতরনের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান বাচ্চু, বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: শাজাহান মোল্লা প্রমুখ।
এসময় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।