শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লিটন-মুশফিকের ফিফটি, আধিপত্য করছে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লিটন-মুশফিকের ফিফটি, আধিপত্য করছে বাংলাদেশ
২৭৮ বার পঠিত
সোমবার, ২৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিটন-মুশফিকের ফিফটি, আধিপত্য করছে বাংলাদেশ

---

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালটা ছিল শ্রীলঙ্কার। তাদের একক আধিপত্যে টাইগাররা হারিয়েছে ৫ টপ অর্ডার ব্যাটারকে। তবে এর পরের গল্পটা মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের। বাংলাদেশের বিপর্যয় কাটানোর পাশাপাশি দুজন হাঁকান ব্যক্তিগত ফিফটি। তাদের রান চাকায় ভর করে দ্বিতীয় সেশনে আধিপত্য করছে বাংলাদেশ।

মিরপুরে সোমবার (২৩ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ৫২ ও লিটন ৬৩ রানে অপরাজিত আছেন। মুশফিক নিজের টেস্ট ক্যারিয়ারে ২৬ আর লিটন ১৩তম ফিফটির দেখা পেলেন লঙ্কানদের বিপক্ষে।

ষষ্ঠ উইকেট জুটিতে দুজন গড়েছেন শতোর্ধ্ব জুটি। এই উইকেটে যেটি বাংলাদেশের চতুর্থ রেকর্ড জুটি। দুজন মিলে ১৪৫ রান তুলতে পারলে সাকিব-নাসিরের জুটির রেকর্ড ভাঙবে। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি মোহাম্মদ আশরাফুল ও মুশফিকের ১৯১ রান, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে।

এর আগে ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় ফেরেন শূন্য রানে। এরপর ক্রিজে নেমে ব্যক্তিগত ৯ রানের ইনিংস খেলে অসিথা ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। ৮ রান করা নাজমুল হোসেন শান্তর উইকেট উপড়ে ফেলেন রাজিথা। তার পরের বলেই ক্রিজে এসে এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। তিনিও কোনো রান করতে পারেননি।

এই ম্যাচে শরিফুলের বদলে একাদশে ফিরেছেন এবাদত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে, ডিপিএলে চোট পেয়ে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি এবাদত। অন্যদিকে নাঈম হাসানের বদলে ২০ মাস পর দলে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক। তিনি ২০১৯ সালে সবশেষ চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন।

লঙ্কান বোলারদের মধ্যে রাজিথা ৩টি ও অসিথা ২টি উইকেট শিকার করেন।



আর্কাইভ