শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » তালেবানরা মিথ্যা কথা বলছে: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » তালেবানরা মিথ্যা কথা বলছে: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
১৫৪ বার পঠিত
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালেবানরা মিথ্যা কথা বলছে: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

---

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘তালেবানরা মিথ্যা কথা বলছে। আফগানিস্তানের এই নতুন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ফ্রান্স।’ শনিবার (১১ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে প্রকাশ, তিনি বলেন, কিছু বিদেশি ও আফগানকে অবাধে চলে যেতে দেওয়ার কথা বলেছে তালেবান। তারা একটি প্রতিনিধিত্বমূলক সরকারের কথাও বলেছে। কিন্তু তারা মিথ্যা বলছে।

ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স এই সরকারকে স্বীকৃতি দিতে বা কোনো ধরনের সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানিয়েছে। আমরা তালেবানদের কাছ থেকে পদক্ষেপ চাই। তাদের আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজন পড়বে। এটা তাদের ওপরই নির্ভর করে।

আফগানিস্তান থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিয়েছে প্যারিস। এজন্য তালেবানদের সঙ্গে টেকনিক্যাল আলোচনাও করেছিল দেশটি। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড্রায়ান এখন কাতারের দোহায় যাবেন। সেখানে কিছু ফ্রেঞ্চ ও আফগান নাগরিক এখনো রয়ে গেছে।



আর্কাইভ