রবিবার, ২২ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মন্ত্রণালয়সহ স্বায়ত্তশাসিত সরকারি ২৮টি প্রতিষ্ঠানের অডিট আপত্তি বিশ্লেষণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ
মন্ত্রণালয়সহ স্বায়ত্তশাসিত সরকারি ২৮টি প্রতিষ্ঠানের অডিট আপত্তি বিশ্লেষণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ
ঢাকা, ২২ মে ২০২২: একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৭৩ ও ৭৪তম বৈঠক কমিটি সদস্য মোঃ আব্দুস শহীদ-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আফছারুল আমীন, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, মুস্তফা লুৎফুল্লাহ, বেগম ওয়াসিকা আয়শা খান এবং মোঃ জাহিদুর রহমান অংশগ্রহণ করেন।
বাণিজ্যিক অডিট অধিদপ্তর কর্তৃক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন, কোম্পানি, স্বায়ত্তশাসিত সরকারি (বাণিজ্যিক, প্রতিযোগিতামূলক, সেবামূলক) ২৮টি প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব প্রনয়ণ এর উপর ইস্যুভিত্তিক বিশেষ অডিট রিপোর্ট ২০১০-২০১১ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং - ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০ ও ১১ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যিক অডিট অধিদপ্তর (বর্তমানে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর এবং বাণিজ্যিক অডিট অধিদপ্তর) কর্তৃক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আওতাধীন প্রাণীসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ও বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানসমূহ ২০১৩-২০১৪ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বিশেষ অডিট রিপোর্ট ২০১৪-২০১৫ এ অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর অডিট আপত্তির অনুচ্ছেদ নং - ০১ ও ০২ বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হয়।
বাণিজ্যিক অডিট অধিদপ্তর (বর্তমানে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর) কর্তৃক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রতিরক্ষা, কৃষি, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় (১১টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান) এর ২০০৯-২০১০ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বিশেষ অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এ অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর অডিট আপত্তির অনুচ্ছেদ নং - ১৫ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সভায় কমিটির ৩৫ ও ৬২তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ও বাংলাদেশ জুট মিল কর্পোরেশন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।