রবিবার, ২২ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » একদিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকাবহ জামালপুর
একদিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকাবহ জামালপুর
ইসমাইল হোসেন, (জামালপুর প্রতিনিধি) : জামালপুরে একদিনেই খেতাবপ্রাপ্ত দুই বীর মুক্তিযুদ্ধার মৃত্যুতে শোকাবহ চারদিক। রোববার (২২ মে) পৃথক স্থানে বার্ধক্যজনিত কারণে এই বীরগণ মৃত্যুবরণ করেন।
না ফেরার দেশে চলে যাওয়া এ বীর মুক্তিযোদ্ধারা হলেন- মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ী গ্রামের সৈয়দ সদরুজ্জামান হেলাল এবং বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার মতিউর রহমান।
সৈয়দ সদরুজ্জামান হেলাল বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এবং অপরদিকে মতিউর রহমান একই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, সৈয়দ সদরুজ্জামান হেলাল ১৯৫০ সালের ৩১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জামালপুর মহকুমা শাখার জ্যৈষ্ঠ সভাপতি ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।
এবিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, বিকেল ৫টায় গার্ড অব অনার সম্মান দেওয়া হবে এবং সোমবার তাহার নিজ উপজেলায় তার দাফন সম্পন্ন হবে।
অপরদিকে বীর প্রতীক মতিউর রহমান ধানুয়া গ্রামের মরহুম তসলিমউদ্দীন সরকার ও সখিনা বেগম দম্পতির সন্তান। তিনি ১১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
এ বিষয়ে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, তিনি প্যারালাইজড ছিলেন। সোমবার সকাল ৯ টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার নিজ বাড়ীতেই দাফন কার্য সম্পূর্ণ করা হবে।
এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজাত আলী নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, উভয়ের মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ আমরা তাদের হারিয়ে অভিভাবক শূণ্য হলাম। মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা অবদান জাতি সারাজীবন মনে রাখবে।