শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নরসিংদি | শিরোনাম » নরসিংদীর রায়পুরায় বিয়ের খাবার নিয়ে বর ও কনের মধ্যে সংঘর্ষ আহত ১০
নরসিংদীর রায়পুরায় বিয়ের খাবার নিয়ে বর ও কনের মধ্যে সংঘর্ষ আহত ১০
নরসিংদীর রায়পুরার বিয়ের আসরে খাবার কম দেয়ায় বর ও কনে পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মে) বিকেলে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিয়ে সম্পন্ন না করেই ফিরে গেছে বরপক্ষ। এ ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করেছেন কনে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, রায়পুরার পূর্ব হরিপুর গ্রামের একটি মেয়ের (২০) সঙ্গে মাহমুদপুর গ্রামের আতাউরের ছেলে (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই দুই পরিবারের পারিবারিক সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ধার্য হয়।
দুপুরের পর যাত্রী আসলে শুরু হয় খাওয়া-দাওয়া। এক পর্যায়ে বরপক্ষ খেতে বসলে খাবারের সংকট দেখা দেয়। এ সময় বরের বাবা রফিকুল ইসলাম খাবারভর্তি প্লেট ঢিল মেরে ফেলে দিলে শুরু হয় দুপক্ষের তর্কবিতর্ক। এরপর হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান় বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার এসআই রাকিবুল ইসলাম জানান, খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এরপর পুলিশ চলে গেলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে গেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।