শুক্রবার, ২০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ীতে বর্গা জমির ধানকাটার ভাগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত- ৮
সরিষাবাড়ীতে বর্গা জমির ধানকাটার ভাগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত- ৮
ইসমাইল হোসেন (জামালপুর প্রতিনিধি) : জামালপুরে সরিষাবাড়ীতে বর্গা জমির ধান কাটার ভাগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৮জন আহত হয়েছে। আহতরা স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের মেছের আলী ও মক্কর আলীর সাথে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চর রৌহা গ্রামের মৃত মক্কর আলীর ৬০ শতাংশ জমি বর্গা নিয়ে দীর্ঘদিন যাবৎ চাষআবাদ করে আসছিলেন একই গ্রামের কৃষক মেছের আলী।
পূর্বের ন্যায় এবারও তিনি ওই জমিতে চলতি বোরো মৌসুমে ধান লাগান এবং পাকাধান কাটার পর মেছের আলী এবার ধানের ভাগ দিতে অস্বীকার করলে জমির মালিক মক্কর আলীর ছেলে বিপুল মিয়া লোকজন নিয়ে ধানের ভাগ নিতে চেষ্টা করে।
এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আর এ সংঘর্ষে মেছের আলী, রাসেল, জাহানারা বেগম, মরিয়ম বেগম, বিপুল, বিলকিস বেওয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়।
এছাড়াও ঘটনার সময় মেছের আলীর লোকজন মক্কর আলীর লোকজনকে মেরে আহত অবস্থায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।
পরে এ সংবাদ সরিষাবাড়ী থানা পুলিশ জানতে পেয়ে ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আঃ মজিদ নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, তালাবদ্ধ অবস্থা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।