শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কৃষি খাতে প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে ব্যাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কৃষি খাতে প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে ব্যাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
১৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি খাতে প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে ব্যাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

---

মহামারী পরিস্থিতিতে কৃষি খাতের জন্য প্রণোদনামূলক পুন:অর্থায়ন ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করায় ব্র্যাক ব্যাংক-কে স্বীকৃতি প্রদান করেছে ব্যাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার এক অনুষ্ঠানে ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের নিকট প্রশংসাপত্র হস্তান্তর করেন।
ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ব্যাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দেশব্যাপী করোনাভাইরানের প্রাদুর্ভাবের কারণে কৃষি খাত সহ অন্যান্য খাত সমূহে সংকট সৃষ্টির আশঙ্কা থাকায় দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরকারের ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের পাশাপাশি কৃষি খাতে চলতি মূলধন সহায়তা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৫,০০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনামূলক পুন:অর্থায়ন স্কিম চালু করেছে।
কোভিড-১৯ এর কারণে কৃষিখাতের মন্দাবস্থা কাটিয়ে ওঠতে কৃষকদের সাহায্য করতে স্বপ্রণাদিতভাবে এগিয়ে আসে ব্র্যাক ব্যাংক। পুন:অর্থায়ন ঋণ সুবিধা কৃষকদের মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠতে ও নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। বিস্তৃত নেটওয়ার্ক ও বৃহৎ টিমের কারণে এই কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংলাদেশ ব্যাংকের স্বীকৃতির প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংককে পুন:অর্থায়ন স্কিমের অংশীদার করার জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা ও নীতি সহায়তা এই টার্গেট পূরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।’



আর্কাইভ