বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদীয় কমিটিতে কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল পর্যালোচনা
সংসদীয় কমিটিতে কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল পর্যালোচনা
ঢাকা, ১৯ মে, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য জনাব মোঃ মুজিবুল হক, জনাব সেলিম আলতাফ জর্জ এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের কৃষি জমির যথাযথ ব্যবহারপূর্বক উহা সংরক্ষণের নিমিত্ত বিধান প্রণয়নকল্পে মাননীয় সংসদ-সদস্য রওশন আরা মান্নান (৩৪৭ মহিলা আসন-৪৭) কর্তৃক আনীত “কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল, ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প কারখানা স্থাপন, রাস্তা-ঘাট নির্মাণ, অপরিকল্পিত আবাসন ও অন্যান্য স্থাপনা নির্মাণের ফলে কৃষি জমি দিন দিন হ্রাস পাওয়ায় প্রস্তাবিত বিলটি কার্যকর হলে কৃষি জমির ব্যবহার ও সংরক্ষণ করা সমীচীন হবে মর্মে কমিটিতে আশা প্রকাশ করা হয়। প্রস্তাবিত বিলটির মাধ্যমে দেশের ভূমি যথাযথা ব্যবহার ও কৃষি সম্পদ অর্জনে/সংরক্ষণে সহায়ক হবে।
বৈঠকে বেসরকারী সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবের গুরুত্ব বিবেচনা করে কার্য-প্রণালী বিধি অনুসরণপূর্বক বিলটি আরো পরীক্ষা-নিরীক্ষা পূর্বক পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।