বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » শরিফুলকে ছাড়াই ঢাকা টেস্টের দল ঘোষণা
শরিফুলকে ছাড়াই ঢাকা টেস্টের দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ মে থেকে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ টেস্ট। সে উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। ঢাকা টেস্টের দলে পরিবর্তন একটি। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ের সময় আঘাত পাওয়ায় এ টেস্ট তো বটেই, ঢাকা টেস্টেও খেলতে পারবেন না পেসার শরিফুল ইসলাম। তাই ঢাকা টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তবে তার বদলি হিসেবে ডাকা হয়নি কাউকে। প্রথম টেস্টের দলের বাকি ১৬ সদস্যের প্রত্যেকেই আছেন দ্বিতীয় টেস্টের দলেও।
২৩ মে শুরু হতে যাওয়া টেস্টটিও প্রথম টেস্টের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দল ঘোষণা চলাকালীন চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিপাকে সফরকারী শ্রীলঙ্কা।
ঢাকা টেস্টের স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম।