মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশে প্রত্যাবর্তন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট স্বপরিবারে নির্মম হত্যাকান্ডের স্বীকার হওয়ার পর সৌভাগ্যক্রমে বিদেশে থাকায় বেচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকান্ডের পর তার দল আওয়ামী লীগের যখন বেহাল দশা ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১সালের ১৭ই মে স্বদেশে ফিরে আসেন। প্রিয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধাভরে স্বরন করে এবং বিভিন্ন কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির আলোকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এতে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডঃ সামসুল ইসলাম ভুঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ২নং যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, এডঃ ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, মানিক, আলী হায়দার, সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক মাহবুব আলম মিলন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।