শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ১৬ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » গোলশূন্য ড্রয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » গোলশূন্য ড্রয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা
২৩৭ বার পঠিত
সোমবার, ১৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোলশূন্য ড্রয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা

---

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। এবার গেতাফের সঙ্গে দলটির মাঠে গোলশূন্য ড্র করে লা লিগায় দ্বিতীয় স্থানটাও পাকাপোক্ত হয়েছে।

গত নভেম্বরে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, তখন কাতালান ক্লাবটি লিগ টেবিলের নবম স্থানে ছিল। আর এই ক্লাব কিংবদন্তির হাত ধরে দলটি অসাধারণ প্রত্যাবর্তনে সেখান থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত উঠে এসেছে। আর সেজন্যই তো দলটির বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেস বলেছিলেন, এবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো যে বার্সার এবার জেগে উঠতে একটু দেরি হয়েছে।

বার্সেলোনার সঙ্গে ড্র করে আগামী মৌসুমে লা লিগায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গেতাফে। ঘরের মাঠে সেজন্যই জাভির বার্সেলোনার সামনে এদিন কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা।

ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট এবং গোলমুখে শট নেওয়ার দিক দিয়ে বার্সেলোনার চেয়ে ঢের এগিয়ে ছিল গেতাফে। বার্সেলোনার ৫ টি শটের বিপরীতে ৯ টি শট নিয়েছে গেতাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। আর মেমফিস ডিপায়, ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াংদের দিয়ে গড়া আক্রমণভাগ পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেতাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে।

৪৮ মিনিটে অবামেয়াংয়ের ব্যাকহিল পাস ধরে তোরেস গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার উপর দিয়ে চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে নিজের লাইনে দাঁড়ানো গেতাফে গোলরক্ষক সেই চেষ্টা সহজেই নস্যাৎ করেছেন। পুরো এটিই ছিল লক্ষ্যে বার্সেলোনার একমাত্র অন টার্গেট শট।

৩৭ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা মৌসুমের শেষ ম্যাচ খেলবে ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই ম্যাচে ড্র করে অবনমন থেকে বেঁচে যাওয়া গেতাফে এখন ৩৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে, তাদের শেষ ম্যাচ এলচের বিপক্ষে।



আর্কাইভ