রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ীতে হাফিজিয়া মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ - মাদ্রাসায় হামলা ভাঙচুর
সরিষাবাড়ীতে হাফিজিয়া মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ - মাদ্রাসায় হামলা ভাঙচুর
ইসমাইল হোসেন,জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হাফিজিয়া মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে।
নিখোঁজের পরিবার ও সংশ্লিষ্ট মাদ্রাসা সূত্রে জানা যায়, রোববার বেলা ১২ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার নবাবী রেস্টুরেন্টের পিছনে আবেদ আলী তালুকদার জামে মসজিদ সংলগ্ন জামিয়া ইসলামিয়া সরিষাবাড়ী নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসা থেকে রায়হান(১৩) ও গালিব(৯) নামে দুই শিশু শিক্ষার্থী হারিয়ে যায়।
শিশু দুটি পরিচয় সম্পর্কে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের নগদার গ্রামের কবিরাজ বাড়ীর আব্দুল আওয়ালের ছেলে। তাঁরা একে-অপরের সহোদর ভাই।
শিশুদের চাচা শিপন মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, বেলা সাড়ে ১২টার দিকে ছেলের বাবাকে মাদ্রাসা থেকে ফোন দিয়ে বলে রায়হান ও গালিবকে পাওয়া যাচ্ছে না। তখনই আমরা সব আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ করি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়না। পরে মাদ্রাসা এসে হারানোর বিষয়টি অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি দায়- দায়িত্বহীন কথাবার্তা বলেন। যার কারণে আমরা আইনের আশ্রয় নেই।
এদিকে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মেহেদী হাসান নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, শিক্ষার্থীরা প্রতিদিন সকালে নিয়মিত ঘুমিয়ে বেলা বারটার দিকে উঠে গোসল করে। আজ দুপুরের গোসলের সময় ছেলে দুটিকে দেখতে না পেয়ে তাদের বিছানায় খোঁজ নেই। দেখি তারা নেই। এরপর হতে তাদেরকে আর খোঁজে পাওয়া যায়নি।
সম্ভবত তারা দুজন মিলেই পালিয়েছে। পরে হারানোর বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তাঁরা দল বেঁধে এসে মাদ্রাসায় হামলা করে এবং আমাকে মারধর করে।
এবিষয়ে সরিষাবাড়ী থানার এস আই সাহাদৎ হোসেন নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, হারানোর বিষয়টি জানার পর পুলিশ সাত ঘন্টার মধ্যেই বাচ্চা দুটিকে জামালপুর সদর থানার রশিদপুর এলাকা থেকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে।