শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল ও ধানভাঙা মাড়াইকলের চতুর্মুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। নিহতদের মধ্যে এক চিকিৎসক দম্পতি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২৫ জন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকার পিয়ার আলী মোল্যার ছেলে ফিরোজ মোল্যা (৩৮) ও তার স্ত্রী রুমা বেগম, চিকিৎসক বাসুদেব সাহা ও তার স্ত্রী সেবানী সাহা, মোটরসাইকেল আরোহী অনিক বাবুসহ আটজন। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় স্থানীয় লোকজন মহাসড়কের উপর ধান মাড়াই করছিল। এসময় রাজিব পরিবহনের একটি বাস, আরেকটি প্রাইভেটকার, ধানভাঙা মাড়াইকল ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হন প্রায় ২৫ জন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।