শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » এশিয়া কাপের আয়োজন থেকে ছিটকে গেল চীন
এশিয়া কাপের আয়োজন থেকে ছিটকে গেল চীন
এশিয়া কাপের ২০২৩ সালের আসর আয়োজন করার কথা ছিল চীনের। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তারা আর স্বাগতিক নেই। টুর্নামেন্ট আয়োজন করার জন্য নতুন দেশের নাম শিগগিরই ঘোষণা করা হবে। জানিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)।
টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে নেই মর্মে এএফসিকে অবহিত করেছে চীনা ফুটবল ফেডারেশন। এরপরই সেই বিষয়টি সামনে এসেছে।
চীনে আগামী বছরের ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারা সরে দাঁড়ানোর নতুন স্বাগতিক দেশ বাছাই করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে এএফসি।
২০১৯ সালের জুনে এশিয়া কাপের আয়োজক হিসেবে মনোনীত হয় চীন। চীনের দশটি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আসরকে কেন্দ্র করে চীনের সাংহাইয়ে একটি নতুন ফুটবল স্টেডিয়ামও উদ্বোধন করা হয়েছিল।
এ টুর্নামেন্টের বাছাইয়ের এখনো তিনটি ম্যাচ বাকি। বাছাইয়ের চূড়ান্ত ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা এ বছরের ৮ জুন, ১১ জুন ও ১৪ জুন।