শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দিল্লির অগ্নিকাণ্ডে নিখোঁজ ৩০ জন
দিল্লির অগ্নিকাণ্ডে নিখোঁজ ৩০ জন
ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় চার তলা ভবনটিতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে এখনও ২৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ নিখোঁজ বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে।
গণমাধ্যমটি জানায়, ভস্মীভূত ওই তিন তলা বাড়িতে আগুন লাগার সময় প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। যার মধ্যে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৪০ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। উদ্ধার করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।
ফায়ার সার্ভিস জানায়, যে অফিস থেকে আগুন ছড়িয়ে পড়েছে সেই অফিসের মালিকরা দমকল বিভাগের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেননি।
ইতিমধ্যেই অফিসের দুই মালিক বরুণ গয়াল এবং সতীশ গয়াল দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানান, প্রয়োজনীয় নির্দেশনা না মেনে ওই বাড়িতে অফিসগুলি চলছিল। অফিসের মালিকেরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই করে দমকলের অনুমোদনের জন্য আবেদনই করেননি।
সূত্র : আনন্দবাজার