শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীর কাঁচাবাজারে ৫০ টাকার টমেটো ৮০ টাকা!
রাজধানীর কাঁচাবাজারে ৫০ টাকার টমেটো ৮০ টাকা!
সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (১৩ মে) রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। বিশেষ করে টমেটোর দাম বেড়েছে হু হু করে। সবজির দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা
সাপ্তাহিক ছুটির দিন মানেই কাঁচাবাজারে ক্রেতাদের ভিড়। অনেক ব্যবসায়ী এ সুযোগে বাড়িয়ে দিয়েছে সবজির দাম। সপ্তাহান্তে টমেটোর দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ টাকা।
সরেজমিনে উত্তর বাড্ডা কাঁচাবাজারে কথা হয় ক্রেতা শরিফুল ইসলামের সঙ্গে। সময় সংবাদকে তিনি বলেন, গত সপ্তাহেও টমেটো কিনেছি ৪০-৫০ টাকা কেজি দরে। আজকে বাজারে এসে শুনি টমেটোর দাম ৮০ টাকা। এভাবে সবকিছুর দাম বেড়ে গেলে আমরা মধ্যবিত্ত মানুষ কীভাবে বেঁচে থাকব।
আরেকজন ক্রেতা জোবাইদা খাতুন বলেন, গরুর মাংস খাওয়া ছেড়েছি রোজার আগেই। ৭০০ টাকা দিয়ে মাংস খাওয়ার সামর্থ্য নেই। ঈদের আগে বেড়ে গেল মুরগির দাম। সোনালি মুরগি কেজিপ্রতি ৩৩০ টাকা হয়ে যাওয়ার পরে ফার্মের মুরগি খাওয়া শুরু করলাম। সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ টাকা। আজকে সবজি কিনতে এসে দেখি গত সপ্তাহের তুলনায় সবজির দামও বেড়ে গেছে। টিকে থাকাই আমাদের জন্য কষ্টকর হয়ে উঠছে।
বাজার ঘুরে দেখা যায়, টমেটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে এ সপ্তাহে হয়েছে ৮০ টাকা। বাজারে সজনে ৮০ টাকা, কচুমুখি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, মূলা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়াও মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
তবে দাম কমেছে কাঁচা মরিচের। কেজিপ্রতি কাঁচা মরিচ ৪০ টাকা দাম কমে হয়েছে ৮০ টাকা।
সরবরাহ থাকার পরেও সবজির দাম এত কেন জানতে চাইলে সবজি বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, গত সপ্তাহে সরবরাহ কম ছিল, তাই দাম বেড়েছে। এ সপ্তাহে বৃষ্টির কারণে সবজির দাম বেশি।
বৃষ্টিপাতের সঙ্গে সবজির দাম বৃদ্ধির সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, সবজি পচনশীল হওয়ায় বৃষ্টির পানিতে জলদি পচে যায়। পচে যাওয়া সবজির লাভ তুলতেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।