শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওল্ড ট্র্যাফোর্ডে আজ রোনালদোর ‘অভিষেক’
ওল্ড ট্র্যাফোর্ডে আজ রোনালদোর ‘অভিষেক’
ঘরের ছেলে ফিরেছেন ঘরে। ইংল্যান্ডে এই স্লোগাণ এখন প্রত্যেকের মুখে মুখে। ওল্ড ট্রাফোর্ড এখন উৎসবের নগরী। ঘরের ছেলে ক্রিস্টিয়ান রোনালদো ফিরছে বলেই সারাবিশ্বের চোখ এখন ওল্ড ট্রাফোর্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে হতে যাওয়া এ ম্যাচ দিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে অভিষেক হবে ক্রিস্টিয়ানো রোনালদোর।
গতকাল ম্যানচেস্টারে ফিরে চিরচেনা ডাগআউটে বসে রোনালদো ছবি তুলেছেন। সেই ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। তবে ক্লাবের ওয়েব সাইটে দেওয়া সাক্ষাৎকারে বেশ সিরিয়াস মনে হলো তাকে, ‘এখানে ছুটি কাটাতে আসিনি। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি।’
২০০৩ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন রোনালদো। ৬ বছর সেখানে কাটিয়ে অনেক অর্জন নিজের ঝুলিতে নিয়ে রোনালদো উড়াল দেন স্পেনে। গন্তব্য রিয়াল মাদ্রিদ। সেখানে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটান রোনালদো।
নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। পাঁচবার ব্যালন ডি অর জেতেন রিয়ালের জার্সিতে। এরপর পর্তুগিজ সুপারস্টার নতুন চ্যালেঞ্জ নিয়ে যান ইতালিতে। যোগ দেন জুভেন্টাসে। লক্ষ্য ছিল আরেকটি চ্যাম্পিয়নস লিগ। তবে নিজের লক্ষ্য পূরণ না করেই রোনালদো ফিরলেন ঘরের ক্লাবে।
এবার ১৮ বছর পর লাল জার্সিতে আরেকবার অভিষেক হবে রোনালদোর। শুরুর সেই সোনালী দিনের মতোই হয়তো রোমাঞ্চ অনুভব করছেন পর্তুগিজ সুপারস্টার।
রোনালদোকে নিয়ে বেশ আশাবাদী ম্যানইউর কোচ সুলশার, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মৌসুম সময়টা বেশ ভালো কেটেছে রোনালদোর। জাতীয় দলের হয়েও ভালো সপ্তাহ কাটিয়েছে। আমাদের সঙ্গেও অনুশীলন করেছে।’
গত সপ্তাহে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। তার শেষ সময়ের দুই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পর্তুগাল। সেই একই ফর্মের ধারাবাহিতা দেখার আশায় ইউনাইটেড।