মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ রাখাইনে অবস্থানরতদের ওপর নৃশংসতা বন্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারকে প্রভাবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফরত মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডি’র পলিসি অ্যান্ড প্রোগ্রাম বিষয়ক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী স্কট টার্নার। এ সময় তিনি এ অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কার্যকর ও শক্তিশালী অংশীদারিত্বের প্রত্যাশা করেন। তিনি ইউএসএআইডিকে উপকূলীয় বাঁধের পুনর্বাসন ও বনায়নের সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নেওয়ার অনুরোধ জানান।
মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অব্যাহত সমর্থনের জন্য ইউএসএআইডিকে ধন্যবাদ জানান। তিনি চলতি বছরে মানবিক সংকটে রোহিঙ্গাদের অর্থায়নে জোঅরপিতে যুক্তরাষ্ট্র সরকারের ১৫২ মার্কিন ডলার ঘোষণার প্রশংসা করেন।
ইউএসএআইডি’র ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর কোলম্যান বিরাট সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। তিনি কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করার ওপর জোর দেন।