মঙ্গলবার, ১০ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। করোনাভাইরাসের জন্য গেমসটি স্থগিত হয়েছে। গেমস স্থগিত হলেও হকির বাছাই চলছে।
ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকি বাছাই থেকে শীর্ষ ৬টি দল গেমসে খেলার সুযোগ পাবে। মঙ্গলবার (১০ মে) শ্রীলঙ্কাকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ এশিয়ান গেমসের টিকিট পেল।
ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে দুই গোলের লিড নেয় বাংলাদেশ। ১৮ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন৷ মিনিট পাঁচেক পর খোরশেদ আলম পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন।
তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে শ্রীলঙ্কার ভিপুল গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। শেষ কোয়ার্টারে রোমান গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে ‘বি’ গ্রুপে দুই ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট ৬।
বৃহস্পতিবার (১২ মে) গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।