শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জনের বেশি নিহতের শঙ্কা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জনের বেশি নিহতের শঙ্কা
৩৪১ বার পঠিত
রবিবার, ৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জনের বেশি নিহতের শঙ্কা

---

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা এলাকায় অবস্থিত একটি স্কুলে শনিবার বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় অন্তত ৬০ জনের বেশি নিহতের শঙ্কা করা হচ্ছে।

আলজাজিরা জানায়, লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই রুশ হামলার খবর নিশ্চিত করেছেন। হামলায় বহু মানুষের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর জানান, বেলোগোরোভকা এলাকার একটি স্কুলে রাশিয়ার বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েক ডজন মানুষ সম্ভবত মারা গেছেন।

‘হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’

হামলার চার ঘণ্টা পর ভবনে আগুন নিভাতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরে ভবনের ভেতর থেকে ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সাতজন আহত রয়েছে। বাকিদের উদ্ধারেও অভিযান চলমান রয়েছে। তবে, বাকি ৬০ জন নিহত হয়ে থাকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এখনও পযন্ত ২ জন মানুষ নিহতের তথ্য পাওয়া গেছে।

আলজাজিরা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে প্রতিবেদনে জানায়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযানের পর সেখানে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। শুরু থেকে রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ করছে পশ্চিমা বিশ্ব ও ইউক্রেন। কিন্তু সবসময় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করছে মস্কো।



আর্কাইভ