‘লক আপ’ চ্যাম্পিয়ন মুনাওয়ার
অবশেষে ৭০ দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হলো একতা কাপুরের রিয়েলিটি শো ‘লক আপ’ সিজন ওয়ান। প্রথম সিজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মুনাওয়ার ফারুকি। আর প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা।
গেল শনিবার অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালে পর্বে বিজয়ী ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী ও অনুষ্ঠানটির উপস্থাপিকা কঙ্গনা রানাওয়াত। চ্যাম্পিয়ন মুনাওয়ার ফারুকি পেয়েছেন লক আপের প্রথম ট্রফি, নগদ ২০ লাখ টাকার পুরস্কার ও একটি গাড়ি। এছাড়াও পুরস্কারস্বরূপ তার ইতালি ভ্রমণের সব খরচ বহন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দর্শক জরিপ অনুসারে ৬৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন মুনাওয়ার। এদিকে, কঙ্গোনা জানিয়েছেন তার ভোটসংখ্যা ১৮ লাখেরও বেশি। শো’তে তার চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন পায়েল এবং বেশিরভাগ সময়ই একে অপরকে কটাক্ষ, এমনকি মারামারি করতেও দেখা গেছে তাদের দুইজনকে।
গ্র্যান্ড ফিনালের দিনও প্রতিপক্ষদের রসিকতা করে এক প্রকার খোঁচা দেন মুনাওয়ার। এদিন ফলাফল প্রকাশের আগে কঙ্গোনা তার কাছে অন্যান্য প্রতিযোগিদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘‘যারা ‘কাহানি ঘার ঘার কি’ সিরিয়ালের মতো ‘লক আপ’ খেলেছেন, তারা শো থেকে বেরিয়ে গেছেন এবং যারা ‘কাসৌটি জিন্দেগি কি’-এর মতো অভিনয় করেছেন তারাই এখন ফাইনালিস্ট।’’
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, মুনাওয়ার ফারুকি আলোচনায় আসেন গত বছর হিন্দু দেবতাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করার পর। এই কারণে জেলেও যেতে হয় মুনাওয়ারকে। দিনশেষে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনেক চড়াই উৎরাই পার করে লক আপের প্রথম বিজয়ী হওয়ায় খুশি মুনাওয়ারের ভক্তরা।