বৃহস্পতিবার, ৫ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » বাবা’কে হাতুড়ি দিয়ে পেটালো মাদকাসক্ত ছেলে
বাবা’কে হাতুড়ি দিয়ে পেটালো মাদকাসক্ত ছেলে
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে এক মাদকাসক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের দিয়ার কৃষ্ণাই গ্রামে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার(৪ মে) দুপুর ২টার দিকে হানিফ উদ্দিনের মাদকাসক্ত ছেলে নাজমুল পাশের বাড়ীর ৬টি হাঁস ধরে আটকে রাখে খাঁচায়।
এই দেখে নাজমুলের বাবা হাঁসগুলো খাঁচা থেকে ছেড়ে দিলে। সঙ্গে সঙ্গে ঘর থেকে হাতুড়ি এনে বাবার মাথায় আঘাত করে নাজমুল।
পরে পরিবারের লোকজন নাজমুলকে বেঁধে ফেলে এবং আহত হানিফ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী নিয়ে আসে। আহত হানিফের পরিবার জানায়, হাতুড়ির আঘাতে হানিফ উদ্দিনের মাথার খুলির হাড় ফেটে গেছে।
আহত হানিফ উদ্দিন নিউজ টু নারায়ণগঞ্জকে জানান, তাঁর ছেলে ভালো একজন থাই মিস্ত্রি এবং সে প্রতিদিন ভালো টাকা উপার্জন করতো। হঠাৎ ছেলেটি নেশার জগতে ঢুকে আজ মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে।
ওকে ভালো করার জন্য কিছুদিন পূর্বে পুলিশে সোপর্দ করে ছিলাম। কিন্তু জেলখানায় গিয়েও সে কয়েক বার মারামারি করেছে। নাজমুলের দুলাভাই জেলখানায় দেখতে গিয়ে বিষয়টি জানতে এবং পরে তাকে চিকিৎসা করার জন্য জামিন করে বাড়ীতে নিয়ে আসে। বাড়ীতে আসার পর কয়েকদিন ওর দুলাভাইয়ের বাড়ীতেই ছিল। কিন্তু নাজমুলের অস্বাভাবিক আচরণের কারণে তাঁরা অতিষ্ঠ হয়ে আজ দুপুরে রেখে যায় আমাদের বাড়ীতে। রেখে যাওয়ার ১০ মিনিট পরেই সে এ কান্ড ঘটায় বলে জানান।
মাদকাসক্ত নাজমুল এর সাথে কথা বললে, তার অস্বাভাবিক আচরণ এবং কথাবার্তায় বুঝা যায় সে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁর এখন সুচিকিৎসার প্রয়োজন।
তাকে বেঁধে রাখার বিষয়টি তার পরিবার ও স্থানীয়রা জানান, ওকে ছেড়ে দিলে ঘরবাড়ি ভাঙচুর সহ যে কাহুকে খুন করতে পারে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার এস আই আব্দুল করিম নিউজ টু নারায়ণগঞ্জকে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং আমল যোগ্য অপরাধ করায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।