বুধবার, ৪ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গোপন সফরে সৌদি যুবরাজের সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ
গোপন সফরে সৌদি যুবরাজের সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ
গত মাসে এক অঘোষিত সফরে সৌদি আরবে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার ইস্যু, ইয়েমেন, ইউক্রেনের যুদ্ধ এবং ২০১৫ সালের ইরান পারমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও বাইডেন প্রশাসন এখন তার উপসাগরীয় মিত্রের সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, সিআইএ পরিচালক বার্নস সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন। যেখানে তাদের দুজনের মধ্যে ‘অর্থপূর্ণ’ আলোচনা হয়।
গেল এপ্রিল মাসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর এক বৈঠকের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ওপর ক্ষুব্ধ হয়ে চিৎকার করে কথা বলেছিলেন সৌদি যুবরাজ।
এর আগে গত মার্চে দ্য আটলান্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলেও আমি পরোয়া করি না। এতে আমার কিছু যায় আসে না।’
উপসাগরীয় দেশটির নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করতে যুক্তরাষ্ট্রকে সতর্কও করেন তিনি। যুবরাজ বলেন, ‘খুবই সাধারণ কথা, আমি তাকে (বাইডেন) পরোয়া করি না।’
বাইডেনের সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে কি না জানতে চাইলে যুবরাজ সালমান বলেন, ‘আমাদের যেমন যুক্তরাষ্ট্রকে নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই। অন্যের ক্ষেত্রেও বিষয়টা একই।’