শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ৪ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ঘরের মাঠে খেলা বলেই স্বপ্ন দেখছেন আনচেলত্তি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ঘরের মাঠে খেলা বলেই স্বপ্ন দেখছেন আনচেলত্তি
৩৩৪ বার পঠিত
বুধবার, ৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘরের মাঠে খেলা বলেই স্বপ্ন দেখছেন আনচেলত্তি

---

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বুধবার (৪ মে) রাত ১টায়।

ঈদ উৎসবে আত্মহারা মুসলিম বিশ্ব। সে আনন্দ-উৎসবে বাড়তি রং চড়াতে হাজির রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমৃদ্ধ ইতিহাসে সিটির চেয়ে যোজন যোজন এগিয়ে মাদ্রিদিস্তারা। ইউরোপ সেরার মঞ্চে সিটির প্রাপ্তি সেখানে শূন্য। গেল আসরে রানার্সআপই তাদের ইতিহাসের সেরা রেকর্ড। তবে, সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি ইতিহাস বদলে দিতে চায়। রিয়াল মাদ্রিদ কোচের লক্ষ্য প্রত্যাবর্তনের গল্প লেখার। পুরো দুনিয়ার সমর্থকরা অপেক্ষায় রোমাঞ্চকর দ্বৈরথ দেখার।

মাত্রই লা লিগায় নিজেদের ৩৫তম শিরোপা জিতে উড়ছে রিয়াল। তবে, স্বস্তিতে নেই কোচ আনচেলত্তি। কারণ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে এতিহাদে সিটির কাছে ৪-৩ গোলে হেরে এসেছে তার দল। ২৮ মে স্তাদে ফ্রান্সের ফাইনালে যেতে চাইলে বার্নাব্যুতে পেতে হবে বড় জয়। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোরে ইতিহাস রিয়ালের এ আসরেই আছে। শীর্ষ ষোলোতে প্রথম লেগে পিএসজির কাছে হারের পর, ফিরতি পর্বেই প্যারিসিয়ানদের দুর্গ গুঁড়িয়ে দিয়েছিল কার্লো আনচেলত্তির দল।

কোয়ার্টার ফাইনালেও, প্রথম পর্বে চেলসির মাঠে ৩-১ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্নাব্যুতে এক পর্যায়ে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল মাদ্রিদিস্তারা। দুই লেগ মিলিয়ে চেলসি যখন সেমির স্বপ্ন বুনছিল তখনই ঘুরে দাঁড়ায় রিয়াল। দুই গোল শোধ করে পা রাখে সেমিতে। এ ম্যাচেও তা করবে ছাত্ররা আত্মবিশ্বাস কোচের।

কার্লো আনচেলত্তি বলেন, ‘দলের সবাই সেরা ছন্দে আছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি ফাইনাল খেলার সুযোগ। আমরা জানি ম্যাচটা কতটা কঠিন হবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। লড়াইয়ে আমরা পিছিয়ে থাকলেও সুযোগ শেষ হয়ে যায়নি। রিয়াল মাদ্রিদ জানে কিভাবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে হয়। বার্নাব্যুতে খেলা বলেই আমি স্বপ্ন দেখছি।’

ইনজুরিতে পড়ায় এ ম্যাচে খেলতে পারবেন না ডেভিড আলাবা। ফিরছেন ক্যাসেমিরো। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি প্রথম পর্বে জিতলেও, সতর্ক থাকতে চায়। ইপিএলে শিরোপার পথেই আছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে গেল আসরের ফাইনালে চেলসির কাছে হার তাদের বড় অনুপ্রেরণা। এবার আর পথ হারাতে চান না কোচ। বার্নাব্যু জয় করেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে চান তিনি।

সিটি কোচ গার্দিওলা বলেন, ‘আমাদের কোনো ভুল করলে চলবে না। রিয়াল নিজেদের মাঠে অপ্রতিরোধ্য। আমরা প্রথম পর্বে অনেক সুযোগ হারিয়েছি। সে ভুল এবার আর করতে চাই না।’

ইনজুরির কারণে ফর্মে থাকা জন স্টোনসকে পাবেন না সিটি কোচ। নিষেধাজ্ঞা শেষে জোয়াও ক্যানসেলো ফিরবেন এ ম্যাচে। তবে অনিশ্চয়তা কাইল ওয়াকারকে নিয়ে।

এখন পর্যন্ত দু’দলের দেখা হয়েছে ৯ ম্যাচে। রিয়ালের জয় আছে ৫ বার। সিটি জিতেছে চার ম্যাচে।



আর্কাইভ