শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ২ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ধোনির অধিনায়কত্বে জয়ে ফিরল চেন্নাই
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ধোনির অধিনায়কত্বে জয়ে ফিরল চেন্নাই
৩১২ বার পঠিত
সোমবার, ২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধোনির অধিনায়কত্বে জয়ে ফিরল চেন্নাই

---

আইপিএলের ১৫তম আসরের মাঝ পথেই চেন্নাইয়ের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা তার অধিনায়কত্ব ছেড়ে দেন। সেই জায়গায় দায়িত্ব পান মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের দায়িত্ব নিয়েই দলকে জয়ের মুখ দেখালেন তিনি। রোববার (১ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৩ রানে জয় পায় ধোনির চেন্নাই।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে। ম্যাচের ১৭.৫ ওভার খেলে এই দুই ব্যাটসম্যান জুটি করেন ১৮২ রানের। মাত্র এক রানের জন্য শতকের দেখা পান নি গায়কওয়াড়। তার ৯৯ রানের ইনিংসটি সাজানো ছিল ছয় চার ও ছয় ছক্কায়।

এদিকে চার ছয় ও ৮ চারে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। এই দুই ব্যাটারই চেন্নাইয়ের বড় সংগ্রহ এনে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই। হায়দরাবাদের হয়ে দুইটি উইকেটই পান টি. নটরাজন।

পাহাড়সম রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন অভিষেক শর্মা ও অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম জুটিতে তারা সংগ্রহ করেন ৫৮ রান। তবে এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট পড়তে থাকে হায়দরাবাদের।

এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন নিকোলাস পুরান। তবে তার ঝড়ো ৩৩ বলে ৬৪ রানও দলকে জেতাতে পারেনি। চেন্নাইয়ের হয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন মুকেশ চৌধুরী। এছাড়াও একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার এবং ডোয়াইন প্রিটোরিয়াস।

এটি এই আসরে চেন্নাইয়ের তৃতীয় জয়। তবে জয় পেলেও টেবিলের নয় নম্বর স্থানেই আছে তারা। আর ৯ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ।



আর্কাইভ