সোমবার, ২ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » সিলেটে অনলাইন প্রতারক চক্রের ৫ নারী-পুরুষ গ্রেফতার
সিলেটে অনলাইন প্রতারক চক্রের ৫ নারী-পুরুষ গ্রেফতার
সিলেটে অনলাইন প্লাটফর্মে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতেছিলো একটি চক্র। সেই চক্রে পুরুষের পাশাপাশি ছিল নারীও। বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যানারে পণ্য বিক্রির নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি।
সেই চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেফতারকৃতরা হচ্ছেন, চক্রটির মূল হোতা আয়েশা সিদ্দিকা (২০), আয়েশার স্বামী আব্দুল আল মোমেন বাক্কার (২৬), ওসমান গনি সারোয়ার (২৩), বাবর আলী শেখ (২৫) ও মেহেদী হাসান (১৭)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৭টি সিম উদ্ধার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, সিলেটে কারসাজির মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহককে পণ্য ডেলিভারি না দিয়ে অর্থ আত্মসাতের বিষয়টি সম্প্রতি র্যাবের নজরে আসে।
জানা যায়, বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে প্রলুব্ধ করে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে ফেসবুক পেইজ ওপেন করে চলছে প্রতারণা। ফলে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন।
গত বছরের ১৫ ডিসেম্বর নগরীর বাসিন্দা ডাক্তার নিষ্ঠা চক্রবর্তী সিলেট জালালাবাদ থানায় “চারু নিকেতন” নামে স্বর্ণ বিক্রির একটি অনলাইন পেজের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করে সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি তিনি র্যাব-৯ এর কাছেও অভিযোগ করেন।
গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে শনিবার (৩০ এপ্রিল) র্যাব-৯ এর একটি বিশেষ দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করে জানায়, আয়েশা সিদ্দিকা এই পেইজের এডমিন এবং বাকি আসামিরা তারা সহযোগী। এছাড়াও আরও কয়েকজন এ চক্রের সাথে যুক্ত আছেন। এ পর্যন্ত ২৫০ থেকে ৩০০ ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
গ্রেফতারকৃতদের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এ প্রতারক চক্রের সঙ্গে আরো যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব।