রবিবার, ১ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দিল্লির ভাগাড়ে আগুন জ্বলছে ৫ দিন ধরে!
দিল্লির ভাগাড়ে আগুন জ্বলছে ৫ দিন ধরে!
টানা ৫ দিন ধরে জ্বলছে ভারতের দিল্লির একটি ময়লার ভাগাড়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। তীব্র দাবদাহে ময়লার স্তূপে দাহ্য মিথেন গ্যাস থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
দিল্লির ভালসওয়া ময়লার ভাগাড়ে এখনো জ্বলছে আগুন। ঘন কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ২৬ এপ্রিল এ আগুনের সূত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু থেকেই তৎপরতা দেখায় দমকলকর্মীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় কয়েকটি ইউনিট। তবে বিশাল এলাকা আর পাহাড়সমান আবর্জনার স্তূপের আগুন দিনরাত কাজ করেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দিল্লি প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। অনেকেরই কাশি, শ্বাসকষ্ট ও চোখের প্রদাহসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে।
একজন নাগরিক বলেন, ধোঁয়া ঘরের ভেতরে প্রবেশ করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিশেষ করে বয়স্করা বেশি সমস্যায় পড়েছেন।
আগুন বাড়ির কাছে চলে এসেছে। আমাদের সন্তানরা এখন আগুন থেকে নিরাপদ নয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় উত্তর দিল্লির মেয়র ও উপমেয়রের নামে ভালসওয়া থানায় মামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রতিবছর আগুন লাগলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।
এদিকে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তাদের ধারণা, তীব্র দাবদাহে ময়লার স্তূপে থাকা দাহ্য মিথেন গ্যাস তৈরি হওয়াই আগুন লাগার প্রধান কারণ।