শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ১ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ‍শিশুসহ নিহত ৩
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ‍শিশুসহ নিহত ৩
৩৭৩ বার পঠিত
রবিবার, ১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ‍শিশুসহ নিহত ৩

---

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪ জন আহত হন।

রোববার (০১ মে) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে ১০ মাস বয়সী আয়ান শেখ, বাসের চালক আব্দুল্লাহ (৪০) ও ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫)।

আয়ান শেখ বাবা-মায়ের সঙ্গেই ছিল। তার বাবা-মাও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



আর্কাইভ