শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মুস্তাফিজদের তোপে সহজ জয় দিল্লির
মুস্তাফিজদের তোপে সহজ জয় দিল্লির
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে সংগ্রহটা বেশি দাঁড় করাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।
আইপিএলে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাউন্ড রবিন লিগের ম্যাচে ৪ উইকেটের সহজ জয় তুলে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি করেছে দিল্লি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তাদের অবস্থান এখন টেবিলের ছয়ে।
কুলদীপ যাদব ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। কাটার মাস্টার পূর্ণ স্পেলে বল করে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। অন্যদিকে কুলদীপ ৩ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই পৃথ্বি শয়ের উইকেট হারিয়ে বসে দিল্লি। দলীয় ১৭ রানে তারা হারায় মিচেল মার্শের উইকেটও। তবে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে ধরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। ললিত যাদভের সঙ্গে গড়ে তোলেন ৬৫ রানের জুটি। ২৬ বল মোকাবিলায় ৮ বাউন্ডারিতে ৪২ করে আউট হন ওয়ার্নার। এরপর মাত্র ২ রান যোগ করতে অধিনায়ক রিশাভ পান্তও বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দিল্লি।
সে চাপ আরও বাড়িয়ে দেয় পরের ওভারের প্রথম বলেই ললিতের সাজঘরে ফেরা। ৮৪ রানে পাঁচ টপঅর্ডারকে বিদায় করে জয়ের স্বপ্ন দেখতে থাকে কলকাতা। তবে শেষদিকে রভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেল তাদের স্বপ্ন ধূলিস্যাৎ করে দিল্লিকে ৪ উইকেটের জয় এনে দেন। পাওয়েল ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। অক্ষর ১৭ বলে ১৭ রানের ইনিংস খেলে আউট হন।
নাইট রাইডার্সের হয়ে বল হাতে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন উমেশ যাদভ। একটি করে উইকেট শিকার করেন সুনীল নারিন ও হার্সিত রানা।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াসে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে দিল্লি অধিনায়ক রিশভ পন্ত মুস্তাফিজের হাতে বল তুলে দেন। প্রতিদিনের মতো ফিজও আস্থার প্রতিদান দেন। প্রথম ওভারে তিনি খরচ করেন মাত্র ২ রান। নিজের দ্বিতীয় ওভার শেষে তার ব্যয় করা রানের সংখ্যা ছিল ৭। পরের দুই ওভারে ১১ রান দিয়ে টাইগার পেসার শিকার করেন ৩ উইকেট, তার সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক করারও।
মুস্তাফিজ যেমন কার্যকরী বোলিং করেছেন তেমনি কুলদীপ যাদবও ছিলেন সেরা ফর্মে। ৩ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। মূলত কুলদীপই কলকাতার ইনিংসে ধস নামান। কলকাতার শ্রেয়াস আইয়ার ৪২ রান করলেও ব্যর্থ হন ওপেনার অ্যারন ফিঞ্চ, ভেঙ্কাটেস আইয়ার, বাবা ইন্দ্রজিত, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। মিডল অর্ডারে দলের হাল ধরে ৩৪ বলে ৫৭ রান করেন নিতিশ রানা। তাকে যোগ্য সঙ্গ দেন রিংকু সিং। ১৬ বলে ২৩ রান করেন এই ক্রিকেটার। দিল্লির হয়ে কুলদীপ ও ফিজ ছাড়া একটি করে উইকেট নেন চেতান সাকারিয়া ও অক্ষর প্যাটেল।
এবারের আসরে নিজেদের আগের দেখায় দিল্লি জিতেছিল ৪৪ রানে। মুস্তাফিজদের দেওয়া ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রেয়াস আইয়ারদের ইনিংস।