মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » কিশোরীকে গণধর্ষণ: পলাতক আসামি গ্রেফতার
কিশোরীকে গণধর্ষণ: পলাতক আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের মামলার পলাতক আসামি মিনু রাসেলকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম।
গত রোববার (২৪ এপ্রিল) রাত দেড়টায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।
এর আগে গত ১৪ এপ্রিল ১৩ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ১৮ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে থানা পুলিশের পাশাপাশি র্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে এই মামলার অন্যতম আসামি মিনু রাসেলকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
রাসেলসহ রিফাত (২০) ও সিফাত (২২) নামে আরও দুই আসামি ভুক্তভোগী কিশোরীকে তুলে নিয়ে চারদিন রাসেলের বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। গত ১৭ এপ্রিল এই ঘটনার সঙ্গে জড়িত রিফাতকে গ্রেফতার করে পুলিশ এবং তার দেওয়া তথ্য মতে ভুক্তভোগীকে রাসেলের বাড়ি থেকে উদ্ধার করে। তবে পলাতক ছিল রাসেল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি রাসেলের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। মামলার অপর পলাতক আসামি সিফাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছে র্যাব।