শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রাইডু টর্নেডোর পরেও হার এড়াতে পারল না চেন্নাই
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রাইডু টর্নেডোর পরেও হার এড়াতে পারল না চেন্নাই
১৩২ বার পঠিত
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাইডু টর্নেডোর পরেও হার এড়াতে পারল না চেন্নাই

---

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে আম্বাতি রাইডুর টর্নেডো ইনিংসের পরেও হার এড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৭৬ রানে।

আইপিএলে সোমবার (২৫ এপ্রিল) চেন্নাইকে ১১ রানের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে পাঞ্জাব।

এর আগে রান তাড়া করতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝেও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন রাইডু। কাগিসো রাবাদার বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৮ রান। তার ইনিংসটি ৭ চার ও ৬ ছক্কার মারে সাজানো ছিল। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও ঋষি ধাওয়ান।

এর আগে রান তাড়ায় নেমে ৪০ রান তুলতে রবিন উথাপ্পা (১), মিচেল স্যান্টার (৯) ও শিভাম দুবের (৮) উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। ওপেনিংয়ে নেমে তখনও একপাশ আগলে রাখেন রুতুরাজ গায়কোয়াড়। তবে তিনি রাইডুকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। সাজঘরে ফিরেছেন ৪ বাউন্ডারিতে ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলে। ৪২ বলে চেন্নাইয়ের যখন ৯৮ রান প্রয়োজন ছিল, তখনই জ্বলে ওঠেন রাইডু।

জাদেজাকে সঙ্গে নিয়ে ইনিংসের ১৪, ১৫ ও ১৬তম ওভারে তুলে নেন ৫১ রান। কিন্তু ইনিংসের ১৭তম ওভারে তার আউটের পরে শেষদিকে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হন চেন্নাইয়ের সাবেক ও বর্তমান অধিনায়ক। জাদেজা ১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। ৫৯ বলে ৯ চার ও ২ ছয়ে ৮৮ রান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান। ৩২ বলে ৪২ রানের ইনিংসে খেলেন বানুকা রাজাপক্ষে। চেন্নাইয়ের পক্ষে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। ৩২ রানের বিনিময়ে একটি উইকেট পান থিকসেনা।



আর্কাইভ