শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » জামালপুরে ৬৭ কেজি গাঁজাসহ আটক ১
জামালপুরে ৬৭ কেজি গাঁজাসহ আটক ১
জামালপুরে ৬৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম সাইদুল ইসলাম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দূর্গাপুর গ্রামে মো. হেলাল সরকারের ছেলে।
র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, সাইদুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকা থেকে জামালপুরে বিক্রির জন্য আসছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দিগপাইতে অবস্থান নেয়। সাইদুলকে বহনকারী প্রাইভেটকারটির নাম্বার দেখে র্যাব সদস্যরা সামনে দাঁড়ায়।
এ সময় গাড়িতে অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তার কাছ থেকে নগদ ২ হাজার ৪০০ টাকা, ৩ টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ দশ হাজার টাকা।
এ ব্যাপারে জামালপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা।