শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘এ বছরের শেষদিকে আসতে পারে সিরামের টিকা’
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘এ বছরের শেষদিকে আসতে পারে সিরামের টিকা’
৫১৫ বার পঠিত
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘এ বছরের শেষদিকে আসতে পারে সিরামের টিকা’

---

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কাঁচামালের অপর্যাপ্ততার কারণে ভারতের সিরাম ইনস্টিটিউটে অক্সেফোর্ড-অ‌্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন জোরদার না হওয়ায় চুক্তি অনুযায়ী বাংলাদেশ সময়মতো সব টিকা পায়নি। প্রতিবন্ধকতা কেটে গেলে এ বছরের শেষের দিকে ফের টিকা পাওয়া যাবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে ভারত সফর বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানান তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা যেমন আশা করেছিল, সে অনুযায়ী টিকা উৎপাদন হয়নি। এ বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবরের দিকে টিকা উৎপাদন আরও জোরদার হবে।’

‘টিকার র ম‌্যাটেরিয়াল (কাঁচামাল) বিদেশে থেকে আসে। সেগুলো না আসার কারণে তারা টিকা উদপাদনে যেতে পারছে না। আশা করি, এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। তখন আমাদের সাথে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করা সম্ভব হবে।’

মন্ত্রী জানান, প্রেসক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ফুল সাইজ পোর্ট্রেট স্থাপন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রেসক্লাব অব ইন্ডিয়ার সব নেতা উপস্থিত ছিলেন। বাংলাদেশের হাইকমিশনার ড. ইমরানও উপস্থিত ছিলেন।

সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তথ‌্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ ভারত সফরে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন। ‘বাংলাদেশ ওয়ার কমেন্ট্রি’ নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বইটি লিখেছেন ইউ এল বড়ুয়া। এর পাশাপাশি ভারতের রাষ্ট্রীয় টিভি ‘দূরদর্শনে’ একটি সাক্ষাৎকার দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। ভ্যাকসিন নিয়েও আলোচনা হয়েছে। ইনফরমেশন ও ব্রডকাস্ট মন্ত্রীর সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বঙ্গবন্ধুর বায়োপিক দ্রুত সম্পাদনা করে মুক্তি দেওয়ার বিষয়ে কথা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ওপর একটি ছবি নির্মাণের চুক্তি আছে, সেটি যাতে দ্রুত শুরু করতে পারি সে বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘৭ ডিসেম্বর হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর। সেটি কীভাবে উদযাপন করতে পারি, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তথ‌্যমন্ত্রী।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ