বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে চোর ইমরানকে পুলিশে সোর্পদ
বন্দরে চোর ইমরানকে পুলিশে সোর্পদ
চুরি করে পালানোর সময় চোরাইকৃত ৪টি লোহার রিংসহ ইমরান (২৫) নামে এক চোরকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে কর্নফুলি ডকইয়ার্ডের নৈশ্য প্রহরীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে বন্দর থানার মাহামুদনগরস্থ উল্লেখিত ডকইয়ার্ড থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
আটককৃত চোর ইমরান বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ মাহামুদনগর এলাকার জাকির মিয়ার ছেলে। এ ব্যাপারে কর্নফুলী ডকঅইয়ার্ডের সিকিউরিটি ইনর্চাজ মোঃ জাকির হোসেন বাদী হয়ে আটককৃত চোর শাহীনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
তথ্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বন্দর থানার মাহামুদনগর এলাকার চোর ইমরানসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন চুরি উদ্দেশ্যে কৌশলে মাহামুদনগরস্থ কর্নফুলী ডকইয়ার্ডে প্রবেশ করে। ওই সময় চোরের দল উল্লেখিত ডকইয়ার্ড থেকে লোহার রিং চুরি করে পালানোর সময় ডকইয়ার্ডে দায়িত্বরত নৈশ্য প্রহরীরা চোরাইকৃত ৪টি লোহার রিংসহ ইমরান নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়।
ওই সময় সিকিউরিটিদের উপস্থিতি টের পেয়ে চোরের দল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কর্নফুলী ডকইয়ার্ডের সিকিউরিটি ইনচার্জ জাকির হোসেন বাদী হয়ে বন্দর থানায় চুরি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় আটককৃত চোরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।