বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » বারদী সংঘর্ষের ঘটনায় ১জনের মৃত্যু
বারদী সংঘর্ষের ঘটনায় ১জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি (সোনারগাঁ) : গত বুধবার ১৩ই এপ্রিল নির্বাচন কেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার বারদী বাজার এলাকায় দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর,
অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। ঘটনার ৮ দিন পর আহত আব্দুল করিম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুল করিম (৬৫) বারদী সেনপাড়া গ্রামের মৃত ইছমত সরকারের ছোট ছেলে। সংঘর্ষে আহত হওয়ার পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুদিন চিকিৎসা নিয়ে নিজ বাসায় চলে যান। বুধবার (২০ এপ্রিল) বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করলে পুনরায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় গত বুধবার (১৩ই এপ্রিল) বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও বর্তমান মেম্বার নাজমুল হক গ্রুপের সাথে জাকির সরকার ও ইব্রাহিম ইবু গ্রুপের মধ্যে ইউপি নির্বাচন ও নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল করিম একজন বলে জানা গেছে।
এব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,শুনেছি বারদী সংঘর্ষের ঘটনার আহত একজনের মৃত্যু হয়েছে। তদন্ত করা হচ্ছে মৃত ব্যক্তি ঐদিনের সংঘর্ষে আহত হয়েছিল কিনা তবে এখনও কেউ অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।