শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠকে বসার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠকে বসার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের
১২৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠকে বসার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

---

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।
জাতিসংঘের এক মুখপাত্র বুধবার এ কথা জানিয়েছেন।
মুখপাত্র স্টিফেন দুজারেক জানান, যুদ্ধ আরো তীব্র রূপ নেয়ায় গুতেরেস ভøাদিমির পুতিন এবং জেলেনস্কির কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়ে উভয়ের সাথে বৈঠকের এ অনুরোধ জানান।
গুতেরেস যুদ্ধ বন্ধে সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন।
দুজারিক বলেন, ভয়ংকর এই দুঃসময়ে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সাথে ২৬ মার্চ এই একবার মাত্র গুতেরেসের কথা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লংঘন গুতেরেসের এ মন্তব্যের পর থেকে পুতিনের সাথে তার আর কোন যোগাযোগ হয়নি।



আর্কাইভ