আল কোরআন ও আল হাদিস
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আলে ইমরান
মদীনায় অবতীর্ণ
আয়াত : ২০০; রুকূ : ২০
১৭৪. অনন্তর তারা আল্লাহর অনুগ্রহ ও সম্পদসহ ফিরে এসেছিল, তাদেরকে অমঙ্গল স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল; আর আল্লাহর অনুগ্রহ অতি ব্যাপক।
১৭৫. নিশ্চয় ঐ শয়তান তার বন্ধুদের হতে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে; কিন্তু যদি তোমরা মুমিন হও, তাহলে তাদেরকে ভয় কর না বরং আমাকেই ভয় কর।
১৭৬. আর যারা কুফরীতে তৎপর, তুমি তাদের জন্য বিষন্ন হয়ো না, বস্তুত তারা আল্লাহর কোন অনিষ্ট করতে পারবে না; আল্লাহ চান যে, তাদের জন্য আখেরাতে কোন কল্যাণ রাখবেন না এবং তাদেরই জন্য কঠোর শাস্তি রয়েছে।
আল হাদিস
বেহেশতের অবস্থান জননীর পদতলে।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আবদুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সা)-এর বাণী’ থেকে।]
সর্বোত্তম মুসলিমদের মধ্যে তাহার স্থান যাহার স্বভাব আপন পরিবারের কাছে সবচেয়ে ভাল বিবেচিত হয়।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আব্দুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সা.)-এর বাণী’ থেকে]